Fake IAS Debanjan Deb: শিলিগুড়িতে প্রতারণার জাল, আইএএস পরিচয় দিয়ে ৩ লক্ষ টাকা আত্মসাৎ দেবাঞ্জন দেবের

Continues below advertisement

শিলিগুড়িতে প্রতারণার জাল ফেঁদেছিলেন দেবাঞ্জন দেব (Debanjan Deb)। এবার সামনে এল ভুয়ো আইএএস (IAS) দেবাঞ্জন দেবের উত্তরবঙ্গ যোগ। শিলিগুড়ির বাসিন্দা সৌভিক মজুমদারের দাবি, ২০১৭ ডিসেম্বরে কলকাতার একটি অনুষ্ঠানে দেবাঞ্জনের সঙ্গে তাঁর আলাপ হয়। নিজেকে আইএএস পরিচয় দিয়ে শিলিগুড়িতে এসছিলেন দেবাঞ্জন। সৌভিককে দু'টি গান লিখে দেওয়ার প্রস্তাবও দেন। নিয়ে যান কালিপঙের একটি ট্যুরিস্ট লজে। অভিযোগ, সেখানেই চা বাগানের সমস্যা নিয়ে টি বোর্ডের ধাঁচে আলাদা পর্ষদ করা এবং তার দায়িত্ব সৌভিককে দেওয়া হবে দেবাঞ্জন আশ্বাস দেন। এই সম্পর্কের সূত্র ধরেই ২০১৮-তে সৌভিকের কাছ থেকে দেবাঞ্জন ৩ লক্ষ টাকা চান। লাখ খানের টাকা শোধ হলেও বাকিটা ফেরত পাননি বলে শিলিগুড়ির ওই বাসিন্দার অভিযোগ।

অন্যদিকে, কুলটি ভ্যাকসিনেশন ক্যাম্পে টিকা বিতর্কে আরও অস্বস্তিতে আসানসোলের (Asansol) প্রাক্তন ডেপুটি মেয়র তবসসুম আরা (Tabassum Ara)। কুলটি থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল বিজেপি (BJP)। আসানসোল সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের তরফে গতকাল অভিযোগ জানানো হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram