ধান কাটছেন ফুটবলার, মাছ বিক্রি করছেন গাড়িচালক: লকডাউনে বদলেছে বেঁচে থাকার পথ
Continues below advertisement
লকডাউনের কারণে থমকে গেছে অর্থনীতির চাকা। রুজি হারিয়েছেন বহু মানুষ। রাতারাতি অনেকের জীবন বইতে শুরু করেছে অন্য খাতে। যেমন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বিজয় মণ্ডল। ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব ১৮ দলে খেলা এই তরুণের স্টাইপেন্ড বন্ধ। তাকে এখন সংসার চালাতে নামতে হচ্ছে চাষের কাজে। এভাবেই বদলে গিয়েছে আরও বহু মানুষের জীবন।
Continues below advertisement
Tags :
Lockdown 4.0 Coronavirus Cases Coronavirus India Footballer Farmer East Bengal Abp Ananda Coronavirus Update Lockdown