Gouri Shankar Ghosh: মালদা, মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার দাবি গৌরীশঙ্কর ঘোষের
ABP Ananda LIVE: এবার নিশিকান্ত দুবের (Nishikanta Dubey) প্রস্তাবকে সমর্থন মুর্শিদাবাদের বিজেপি বিধায়কের। মালদা(Malda), মুর্শিদাবাদকে(Murshidabad) কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার দাবি গৌরীশঙ্কর ঘোষের। ২০২২ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠিয়েছিলেন গৌরীশঙ্কর। 'মালদা, মুর্শিদাবাদের সঙ্গে বিহারের কিষাণগঞ্জ, আরারিয়া, কাটিহার'। বাংলা-বিহারের ৫ জেলা নিয়ে গতকাল কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। রাজ্যপালের বিরুদ্ধে একের পর এক বিল আটকে রাখার অভিযোগ। রাজ্যপাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নোটিস সুপ্রিম কোর্টের। রাজ্যপালের বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য। রাজ্যের দায়ের করা মামলায় নোটিস সুপ্রিম কোর্টের। ৩ সপ্তাহ পর ফের শুনানি।'বিলগুলি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে'। মামলার পর জানায় রাজভবন, সওয়াল রাজ্যের আইনজীবীর। আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে নিয়ে দিল্লি যাচ্ছেন মমতা। কাল যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে। 'বাংলাকে ভাগ করার চেষ্টা করছে বিজেপি', নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে কেন্দ্রের শাসক দলকে তীব্র আক্রমণ মমতার(mamata banerjee)।