Hospital Harrassment: বারবার প্রত্যাখান, পেটে সূচ নিয়ে ৪ হাসপাতালে ঘুরতে হল মহিলাকে| Bangla News

Continues below advertisement

পেটে সূচ। ৪ দিন ধরে একের পর এক হাসপাতালে প্রত্যাখ্যান। পেটে সূচ নিয়েই ৪ হাসপাতালে ঘুরতে হল বোলপুরে এক মহিলাকে। সেলাইয়ের কাজ করার সময় দুর্ঘটনাবশত পেটের মধ্যে সূচ ঢুকে যায়। বোলপুর, বর্ধমান, এসএসকেএম, আরজিকর থেকে প্রত্যাখ্যানের অভিযোগ উঠছে। ২টি হাসপাতালে অস্ত্রপচার করেও সূচ না বেরোনোয় ফেরানোর অভিযোগ। শেষে ফের এসএসকেএম-এ ফিরে বেড না পাওয়ার অভিযোগ উঠছে। আশঙ্কাজনত অবস্থায় এসএসকেএম-এর সামনে রাস্তাতেই পড়ে থাকেন রোগিণী। বিতর্কের মুখে রোগিণীকে ভর্তির আশ্বাস এসএসকেএম কর্তৃপক্ষের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram