জেলায় জেলায় লকডাউনের নিয়ম অমান্য, পুলিশ যা করল ...
Continues below advertisement
প্রশাসনের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে, জমায়েত না করতে। তা সত্ত্বেও বারাসাতের কাছারি বাজারে দেখা গেল কিছু মানুষের জমায়েত। নিশ্চিন্তে চা খেতে দেখা গেল কয়েকজনকে। যাঁরা বাজার করতে এসেছেন, তাদের বক্তব্য নিরুপায় হয়েই তাঁরা এসেছেন। লকডাউন উপেক্ষা করে রাস্তায় নামার ছবি ধরা পড়ল রানাঘাট স্টেশন সংলগ্ন এলাকাতেও। অন্যদিকে খড়্গপুরে অনেকটাই ফাঁকা রাস্তাঘাট। ডায়মন্ড হারবারে দোকানপাট বেশিরভাগ বন্ধ থাকলেও, রাস্তায় দেখা গেল কয়েকজনের।
Continues below advertisement
Tags :
Kachari Bazar Second Day Of Lockdown Coronavirus Awarness Ranaghat Abp Ananda Kharagpur Covid-19