Air India: এয়ার ইন্ডিয়ায় সাইবার হানা! হ্যাকারদের হাতে চলে গেছে ৪৫ লক্ষ যাত্রীর ডেবিট-ক্রেডিট কার্ডের তথ্য

Continues below advertisement

বড়সড় সাইবার হানার শিকার এয়ার ইন্ডিয়া (Air India)। রাষ্ট্রায়ত্ত উড়ান সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ২০১১ সালের ১১ অগাস্ট থেকে ২০২১ সালের ৩ ফেব্রুয়ারির মধ্যে সংস্থার কাছে যাত্রীদের যত তথ্য নথিভুক্ত হয়েছিল, তা লিক হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিষেবা সংক্রান্ত বিষয় দেখাশোনা করে এসআইটিএ (SITA) নামের একটি সংস্থা। উড়ান সংস্থার বিবৃতিতে আরও জানান হয়েছে, এসআইটিএ-র ওপর সাইবার অ্যাটাক হওয়ায় মনে করা হচ্ছে হ্যাকারদের হাতে চলে গিয়েছে অন্তত ৪৫ লক্ষ যাত্রীর নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ক্রেডিট ও ডেবিট কার্ড, পাসওয়ার্ড নম্বর-সহ বহু তথ্য। যদিও সংস্থার দাবি, ক্রেডিট ও ডেবিট কার্ডের সিভিভি নম্বর হাতাতে পারেনি সাইবার দুষ্কৃতীরা। যাত্রীদের উদ্দেশে উড়ান সংস্থার পরামর্শ, যত দ্রুত সম্ভব কার্ড-সহ অন্যান্য জায়গার পাসওয়ার্ড বদল করুন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram