Amir Khan-Kiran Rao Divorce: বিবাহবিচ্ছেদের পথে আমির-কিরণ, দিলেন যৌথ বিবৃতি
ডিভোর্সের (Divorce) সিদ্ধান্ত নিলেন আমির খান (Amir Khan) এবং কিরণ রাও (Kiran Rao)। ১৫ বছর দাম্পত্য জীবনের পর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত। কিরণ রাও আমির খানের দ্বিতীয় স্ত্রী। “১৫ বছরের বিবাহিত জীবন ছিল আনন্দময়। এবার জীবনের নতুন অধ্যায় শুরু”, যৌথ বিবৃতিতে জানালেন আমির-কিরণ।
এদিকে, আনন্দপুর থানা (Anandapur Police Station) এলাকা থেকে উদ্ধার ১৬টা তাজা বোমা। গ্রেফতার ৪ দুষ্কৃতী। জানা যাচ্ছে, সূত্র মারফত খবর পেয়ে আনন্দপুর থানার পুলিশ। পুলিশের দাবি, বোমা বিস্ফোরণের খবর পেয়ে গতকাল আনন্দপুর থানার গুলশন কলোনিতে পৌঁছয় পুলিশ। তল্লাশি চালিয়ে একটি বাড়ি থেকে উদ্ধার হয় ১৬টা তাজা বোমা। কী কারণে বোমা মজুত করা হয়েছিল, খতিয়ে দেখা হচ্ছে। অনুমান, ওখানেই বসে বোমাগুলি বানানো হয়েছে। টেস্টিংয়ের জন্য যখন বোমা ফাটানো, তখনই বিস্ফোরণ ঘটে বলে অনুমান। আশেপাশের কিছুজন সেই আওয়াজ পেয়ে পুলিশকে খবর দেন। বোমাগুলিকে নিষ্ক্রিয় করে ফরেন্সিক পরীক্ষা (Forensic Test) করা হবে। জানা যাচ্ছে, ধৃতদের আজই আদালতে তোলা হবে। যে চারজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে দুজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে বলে তদন্তকারী সূত্রে খবর।