Amit Shah on Nagaland Firing: 'জঙ্গি সন্দেহে গাড়িতে গুলি চালায় সেনা', নাগাল্যান্ড-কাণ্ডে লোকসভায় বিবৃতি অমিত শাহের | Bangla News

Continues below advertisement

‘জঙ্গি-তথ্য (Information on terrorist) পেয়েই অভিযান চালায় সেনা বাহিনী (Army)। সেই সময় ওই এলাকায় একটি গাড়ি ঢুকে পড়ে। থামতে বললে গতি বাড়িয়ে পালাতে যায় গাড়িটি। জঙ্গি সন্দেহে গাড়িতে গুলি চালায় সেনা। গাড়িতে থাকা ৮ জনের মধ্যে ৬ জনের মৃত্যু হয়। পাল্টা সেনা চৌকিতে হামলা চালায় স্থানীয়রা। বাহিনীর একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আত্মরক্ষার্থে ফের গুলি চালাতে হয় বাহিনীকে। ফের মৃত্যু হয় ৭ গ্রামবাসীর। স্থানীয়দের হামলায় এক জওয়ানেরও মৃত্যু হয়। পরে অসম রাইফেলসের দফতরেও হামলা চালায় বিক্ষোভকারীরা। ফের গুলিতে মৃত্যু হয় একজনের। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় হয়েছে। একমাসের মধ্যে তদন্ত রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। এই দুর্ভাগ্যজনক ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বাহিনী। নাগাল্যান্ডের এই দুর্ভাগ্যজনক ঘটনায় ভারত সরকার দুঃখপ্রকাশ করছে’, নাগাল্যান্ড গুলিকাণ্ডে লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram