Aryan Khan : মাদক-কাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ানকে ক্লিনচিট এনসিবি-র।Bangla News

Continues below advertisement

কর্ডেলিয়া ক্রুজ মাদক মামলায় শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan) পেলেন ক্লিনচিট (Clean Chit)। এনসিবি-র চার্জশিটে (NCB Chargesheet) উল্লেখ করা হয়েছে যে কোনও মাদক মেলেনি আরিয়ানের কাছ থেকে। এমনটাই খবর সূত্র মারফত। আদালতে আজ এই চার্জশিট দাখিল করতে পারে এনসিবি, খবর সূত্রের। ইতিমধ্যেই বিশেষ এনডিপিএস আদালতে চার্জশিট নিয়ে এসেছে এনসিবি আধিকারিকেরা। ৬ হাজার পাতার এই চার্জশিট নথিভুক্ত করার পর পেশ করা হবে আদালতে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram