Chinese Citizen Arrested: মান্দারিন ভাষায় লক করা ল্যাপটপ-আইফোন, চিনা নাগরিককে হেফাজতে পেতে আবদেন লখনউ আদালতে

Continues below advertisement

মালদার কালিয়াচকে ভারত-বাংলাদেশ (Indo-Banglash Border) সীমান্তে ধৃত চিনা (Chinese) নাগরিককে ঘিরে রহস্য আরও ঘনীভূত। পুলিশ সূত্রে খবর, হান জুনওয়ের ল্যাপটপ ও একটা আইফোনের পাসওয়ার্ড মান্দারিন ভাষায় লক করা রয়েছে। ভাষা সমস্যার কারণে এখনও সেগুলো ক্র্যাক করা সম্ভব হয়নি। উত্তর চিনে কথ্য ভাষা মান্দারিন। পুলিশের দাবি, ওই ভাষায় সোশাল মিডিয়ায় চ্যাট করা হয়েছে। ভাষা বোঝা গেলে ওই কথোপকথন থেকে হান জুনওয়ে সম্পর্কে আরও তথ্য হাতে আসবে বলে পুলিশের দাবি। অন্যদিকে, উত্তরপ্রদেশ এটিএস সূত্রে খবর, চিনা নাগরিক হান জুনওয়েকে হেফাজতে পেতে আজ লখনউ আদালতে আবেদন জানানো হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram