Corona Vaccine: রাজি নয় বিশেষজ্ঞ কমিটি, ২ থেকে ১৭-র কোভোভ্যাক্স ট্রায়ালে অনিশ্চয়তা
শিশুদের উপর কোভোভ্যাক্সের (Covovax) ক্লিনিক্যাল ট্রায়ালে (Clinical Trial) অনিশ্চয়তা। বড় ধাক্কা পুনের সিরাম ইন্সটিটিউটের (SERUM Institute)। সূত্রের খবর, কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি, ২ থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে কোভোভ্যাক্সের দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি না দেওয়ার পরামর্শ দিয়েছে। কমিটির তরফে জানানো হয়েছে, এই ভ্যাকসিনকে এখনও পর্যন্ত কোনও দেশ স্বীকৃতি দেয়নি। ফলে শিশুদের উপর ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সিরাম ইন্সটিটিউটকে এই ভ্যাকসিন সংক্রান্ত সমস্ত তথ্য দিতে হবে। সুরক্ষার বিষয়ে কী ব্যবস্থা, সেটাও জানাতে হবে পুনের (Pune) সংস্থাকে। সোমবারই শিশুদের উপর কোভোভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা DCGI-এর কাছে আবেদন করেছিল সিরাম।
করোনা আবহে ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে বহাল রয়েছে বিধিনিষেধ। যদিও আজ থেকে রাজ্যে ফের খুলছে জিম। সকাল ৬টা থেকে ১০টা ও বিকেল ৪টে থেকে ৮টা পর্যন্ত রাজ্যের সব জিম খোলা রাখা যাবে। ৫০ শতাংশ সদস্য নিয়ে জিম চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য। যদিও বৃহস্পতিবার সকালে সব জিমেই খুব কম মানুষ শরীরচর্চা করতে এসেছেন। সব ধরনের কোভিড বিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে জিমগুলিকে। বেলঘরিয়ার এক জিমের মালিক বলেন, 'অবস্থা খুবই খারাপ। সকালে খুব কম মানুষ এলেও হয়তো বিকেলে কিছু মানুষ আসা শুরু করবেন। যখন প্রথম জিম খুলেছিলাম তখন শূন্য থেকে শুরু করেছিলাম। আর এখন মাইনাস থেকে শুরু করছি।'