Corona Vaccine: ভারতে কোভিশিল্ড, কোভ্যাকসিন, স্পুটনিক ভি-র তালিকায় কি যোগ হচ্ছে মডার্নার তৈরি ভ্যাকসিন?
প্রফেসর শঙ্কুর গোলক রহস্য গল্পের টেরাটম গ্রহের কথা মনে আছে? সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ। ভাইরাসের গ্রহ। প্রফেসর শঙ্কু কাচের আচ্ছাদন না খোলায় মৃত্যু হয় ভাইরাসের (Virus)। রক্ষা পায় পৃথিবী। একবিংশ শতাব্দীর পৃথিবীতে ফিরে এসেছে সেই মারণ ভাইরাসের প্রকোপ। ইতিহাসের পাতা থেকে অতিমারির ঠাই হয়েছে বাস্তবের মাটিতে। আর নীল গ্রহকে বাঁচাতে জীবন পণ করছেন চিকিৎসকরা (Doctors)। আজ চিকিৎসক দিবস (National Doctors’ Day)। এই মানুষগুলোর কাজকে কুর্নিশ জানানোর দিন। আর একদিকে যখন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা (Health Workers) লড়ে যাচ্ছেন, তেমনই করোনাকে হারাতে মরিয়া গবেষকরাও। তাঁদের অস্ত্র ভ্যাকসিন (Corona Vaccine)। কোভিশিল্ড (Covishield), কোভ্যাকসিন (Covaxin), স্পুটনিক ভি (Sputnik V) – করোনা মোকাবিলায় ভারতের (India) হাতে এখন তিন অস্ত্র। এরই মধ্যে ছাড়পত্র পেল আরও একটি ভ্যাকসিন। মার্কিন সংস্থা মডার্নার (Moderna) তৈরি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে এদেশে ব্যবহারের ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। কিন্তু এখনই কি সর্বসাধারণের হাতে পৌঁছাবে এই ভ্যাকসিন? তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা।