Covaxin: 'করোনা রুখতে ৭৮% সফল কোভ্যাক্সিন', তৃতীয় ট্রায়াল রিপোর্টে দাবি ভারত বায়োটেকের
করোনা প্রতিরোধে প্রায় ৭৮ শতাংশ সক্ষম কোভ্যাক্সিন (Covaxin)। তৃতীয় ট্রায়াল রিপোর্টে এই দাবি করল টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক (Bharat Biotech)। রিপোর্টে বলা হয়েছে, ১৩০ জন স্বেচ্ছাসেবকের (Volunteers) মধ্যে ভ্যাকসিনের কার্যকারিতার মান ৭৭.৮ শতাংশ। রিপোর্টে ভারত বায়োটেকের দাবি, ডেল্টা ভ্যারিয়েন্টের (Delta Variant) বিরুদ্ধে ৬৫.২ শতাংশ কাজ করে কোভ্যাক্সিন।
একইসঙ্গে স্বস্তি বাড়িয়ে দেশে করোনায় (Corona) গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) শনিবারের পরিসংখ্যান (Health Bulletin) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৩৮ জনের। একদিনে আক্রান্তের (Corona Affected) সংখ্যা ৪৪ হাজার ১১১। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ১ হাজার ৫০ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লক্ষ ২ হাজার ৩৬২। দেশে অ্যাক্টিভ কেসের (Active Cases) সংখ্যা ৪ লক্ষ ৯৫ হাজার ৫৩৩। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৬ লক্ষ ৫ হাজার ৭৭৯ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৫৭ হাজার ৪৭৭।