Covid 19 Delta Plus: 'করোনার নতুন প্রজাতিতে ফুসফুসের আরও ক্ষতি', দাবি কেন্দ্রীয় পরামর্শদাতা কমিটির

Continues below advertisement

করোনার দ্বিতীয় ঢেউয়ের রেশ কাটতে না কাটতেই তৃতীয় (Corona Third Wave) ঢেউয়ের আশঙ্কা নিয়ে হাজির অতি সংক্রামক ডেল্টা প্লাস (Corona Delta Plus) প্রজাতি। ইতিমধ্য়েই ১২টি রাজ্যে ৫১টি ডেল্টা প্লাস প্রজাতিতে সংক্রমণের খোঁজ মিলেছে। এই পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের। দ্বিতীয় ঢেউয়ে (Corona Second Wave) রাজ্যে ৮০% ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হন। বাংলায় এখনও ডেল্টা প্লাসের খোঁজ না মিললেও প্রতিবেশী ওড়িশায় ধরা পড়েছে সংক্রমণ। এই পরিস্থতিতে দেশের রোগ প্রতিরোধ বিষয়ের পরামর্শদাতা কমিটির প্রধান জানিয়েছেন করোনার অন্য প্রজাতির তুলনায় ডেল্টা প্লাসের সংক্রমণে ফুসফুসের আরও বেশির ক্ষতির সম্ভাবনা। তবে সেই ক্ষতির পরিমাণ কতটা হবে তা এখনও স্পষ্ট নয়। 

প্রথম ঢেউয়ের তুলনায় করোনার (Corona) দ্বিতীয় ঢেউ ভারতে ব্যাপক সংক্রমণ ছড়িয়েছে। গতবারের তুলনায় এবারের মৃত্যুর হারও বেশি। চিকিৎসকদের মতে ডেল্টা (corona delta variant) প্রজাতির দাপটেই এবারে করোনায় বাড়বাড়ন্ত। আক্রান্ত হয়েছে ছোটরাও। কোভিড পরবর্তী সমস্যায় শিশুদের (Child death due to Corona) মৃত্য়ু হয়েছে। বাংলাতেও হানা দিয়েছে ডেলটা প্রজাতি। ইতিমধ্য়েই রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী (Ajay Chakraborty) জানিয়েছেন দ্বিতীয় ঢেউয়ে বাংলায় যতজন করোনায় আক্রান্ত হয়েছেন তাঁদের ৮০% ডেল্টা প্রজাতিতে সংক্রমিত। তবে এখনও অবধি এখানে ডেল্টা প্লাস স্ট্রেনে আক্রান্তের খোঁজ মেলেনি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram