Covid Updates: করোনা মোকাবিলায় গবেষকদের পরামর্শ নেননি ভারতের নেতারা, তীব্র সমালোচনা 'নেচার' পত্রিকায়

Continues below advertisement

গত ১০০ বছরে এমন মহামারীর মৃত্যু মিছিল দেখেনি ভারতবর্ষ। করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ে ভারতের এমন ভয়াবহ পরিস্থিতির জন্য মোদি সরকারকে দায়ী করল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান জার্নাল নেচার (Nature)। বিশ্বখ্যাত নেচার পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়েছে, ব্রাজিলে করোনায় মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়ে গেছে। ভারতে এই অতিমারী প্রতিদিন সাড়ে ৩ হাজারের বেশি মানুষের প্রাণ নিচ্ছে। দুই দেশের ভৌগলিক দূরত্ব হাজার মাইল হলেও দুই দেশেই এই সংকট তৈরি হয়েছে রাজনৈতিক ব্যর্থতার কারণে। নেতারা ব্যর্থ হয়েছেন, গবেষকদের পরামর্শ মতো পদক্ষেপ নেয়নি। ভারতের নেতারাও সঠিক সময়ে কড়া পদক্ষেপ নেননি। উল্টে কিছু ক্ষেত্রে বিরাট বিরাট জমায়েত করেছেন। নেচার পত্রিকার এই পর্যবেক্ষণকে সমর্থন করেছেন বিশেষজ্ঞরাও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram