Grenade Recovered: দিল্লিতে নর্দমায় মিলল গ্রেনেড!
রাজধানীতে (Dehli) উদ্ধার হল গ্রেনেড (Grenade)। গতকাল দিল্লির সাগরপুর এলাকায় নর্দমার মধ্যে থেকে গ্রেনেড উদ্ধার করে পুলিশ। নর্দমা পরিষ্কার করতে গিয়ে এক সাফাইকর্মী নজরে পড়ে। পুলিশ গিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে। ঘটনাস্থলে গিয়ে গ্রেনেড উদ্ধার করে ব্যালেস্টিক টিম। জনবহুল এলাকায় গ্রেনেড বিস্ফোরণ ঘটানোই কি উদ্দেশ্য ছিল? খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মতোই ক্রমে অগ্নিমূল্য হচ্ছে মুরগির (Chicken) মাংস। আজ গড়িয়াহাট (Gariahat) বাজারে প্রতি কেজি কাটা মুরগির মাংসের দাম ২৫০ টাকা। গোটা মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকা প্রতি কেজিতে। পাইকারি বাজারে মুরগির দাম বাড়ায় তার প্রভাব এসে পড়েছে খুচরো বাজারে। সরকারি সুলভ মূল্যের দোকানে মুরগির দাম ২২৫ টাকা। পাইকারি বাজারে গোটা মুরগি বিক্রি হচ্ছে ১৪০ টাকা প্রতি কেজি। কেন বাড়ছে মুরগির দাম? এক বিক্রেতা জানান, “পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির (Price Hike of Petrol-Diesel) জন্য কিছুটা দাম বেড়েছে। ইয়াসের পর প্রচুর ফার্ম নষ্ট হয়ে গিয়েছে, ফলে চাহিদার তুলনায় জোগান কমে যাওয়ায় এতটা দাম বেড়ে গিয়েছে।“