Farmers Protest: কৃষি আইন বাতিলের দাবিতে সংসদের সামনে বিক্ষোভ বাম-কংগ্রেসের, আন্দোলন নিয়ে কী বললেন অধীর?

Continues below advertisement

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ। সংসদের সামনে বিক্ষোভ কংগ্রেস (Congress), বামের। তিনটি কৃষি আইন (Farm Laws) প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে। এই বিক্ষোভ নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, "কৃষকদের উপর যেন জুলুম না হয়। কারণ কৃষকরা আজ শান্তিপূর্ণভাবে এই আন্দোলন করবে। এই আন্দোলনের উপর যেন জুলুম না চলে। লাঠিচার্জ না হয়। বোম যেন না পড়ে। 

সংসদে বাদল অধিবেশন চলাকালীন কৃষক আন্দোলন (Farmer's Protest) ঘিরে আজ থেকে ফের রাজধানী উত্তাল হওয়ার সম্ভাবনা। কৃষি আইন বাতিলের দাবিতে আজ থেকে যন্তরমন্তরে অবস্থান বিক্ষোভে বসবেন কৃষকরা। শর্তসাপেক্ষে পুলিশের অনুমতি মিলেছে। স্থির হয়েছে সিঙ্ঘু সীমানায় জড়ো হবেন কৃষকরা। সেখানে থেকে বাসে চড়ে তাঁরা আসবেন যন্তর মন্তরে। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অবস্থান বিক্ষোভ। সর্বাধিক ২০০ জনকে যন্তরমন্তরে অবস্থানে বসার অনুমতি দেওয়া হয়েছে। অবস্থান শেষে ফের বাসে করেই আন্দোলনকারী কৃষকদের পৌঁছে দেওয়া হবে সিঙ্ঘুতে। থাকবে পুলিশি নজরদারি। পাশাপাশি সিঙ্ঘু, টিকরি সীমানায় আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। যন্তর মন্তরে কৃষকদের এই বিক্ষোভ কর্মসূচি চলবে ৯ অগাস্ট পর্যন্ত।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram