Suvendu Ex-Bodyguard Death Probe: শুভব্রত মৃত্যুতদন্তে কাঁথির তৎকালীন IC-র বয়ানে অসঙ্গতি, খবর CID সূত্রে

Continues below advertisement

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্যমৃত্যুর তদন্তে জাল ক্রমশ বিস্তার করছে সিআইডি (CID)।  মঙ্গলবার ভবানীভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার তৎকালীন আইসি (IC) সহ তিন পুলিশ কর্মীকে। আর বৃহস্পতিবার তৎকালীন পরিবহণ মন্ত্রীর বাড়ির সামনের ব্যারাকে কর্মরত থাকা ৮ পুলিশকর্মীকে তলব করল সিআইডি। রাজ্য় গোয়েন্দা দফতর সূত্রে খবর, যেদিন প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু হয় সেদিন শুভেন্দুর শান্তিকুঞ্জর বাড়ির সামনের ব্যারাকে নিরাপত্তায় নিযুক্ত ছিলেন ওই আট পুলিশ কর্মী। ২০১৮ সালের ১৩ অক্টোবর ঠিক কী ঘটেছিল তা জানতেই তাঁদের ভবানীভবনে তলব করা হয়েছে। এদিকে এই ঘটনায় মঙ্গলবারই ভবানীভবনে  ডেকে কাঁথি থানার তৎকালীন আইসি, এক এএসআই ও কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে কাঁথি থানার তৎকালীন আইসির বয়ানে বেশ কিছু অসঙ্গতি মিলেছে। তাই বৃহস্পতিবার ফের তাঁকে তলব করা হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram