Fire At Vaishno Devi Temple: বৈষ্ণোদেবীর মন্দিরে অগ্নিকাণ্ড!

Continues below advertisement

জম্মুর কাটরায় বৈষ্ণোদেবীর মন্দিরে (Vaishno Devi Temple) আগুন লেগে যায়। এখন আগুন নিয়ন্ত্রণে, জানিয়েছেন বৈষ্ণোদেবী মন্দিরের সিইও (CEO_। অন্যদিকে মঙ্গলবার সকালে আচমকাই আগুন লাগে তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) ভবানীপুরের বাড়িতে। পুড়ে ছাই হয়ে যায় একটি ঘর। দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। অল্পের জন্য বড়ো রক্ষা, প্রতিক্রিয়া মদন মিত্রের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram