India COVID Update: স্বস্তি দিয়ে কমল দেশে দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা
করোনায় (Corona) ভারতে আরও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। কমল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১,৪২২ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ২৫৬, যা ৮৮ দিন পর দেশে সর্বনিম্ন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৮ হাজার ১৩৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৯ লক্ষ ৩৫ হাজার ২২১। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭ লক্ষ ২ হাজার ৮৮৭। এর মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৮৮ লক্ষ ৪৪ হাজার ১৯৯ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৭৮ হাজার ১৯০। পাশাপাশি আজ থেকে দেশজুড়ে শুরু হচ্ছে করোনার (Corona) বিনামূল্যে টিকাকরণ। ১৮ ঊর্ধ্বদের দেওয়া হবে ভ্যাকসিন। সম্প্রতি প্রধানমন্ত্রী (Prime Minister) ঘোষণা করেন, এবার থেকে রাজ্যগুলিকে উৎপাদনকারী সংস্থার থেকে আর ভ্যাকসিন কিনতে হবে না। কেন্দ্রই দেশে উৎপাদিত টিকার ৭৫ শতাংশ কিনে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বণ্টন করবে।