Bengal Top Stories: করোনা সংক্রমণে লাগাম টানতে রাজ্যের ১৬ জেলায় তৈরি ২৫১টি মাইক্রো কনটেনমেন্ট জোন

Continues below advertisement

উত্তরবঙ্গকে (North Bengal) আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে চেয়ে বিতর্কিত মন্তব্যের জের। দিনহাটা থানায় বিজেপি (BJP) সাংসদ জন বার্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূলের। কোচবিহারের থানাতেও দায়ের অভিযোগ। পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে বিধায়কদের মত দেওয়ার দিনকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন রাজ্য বিজেপির। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান। অখণ্ড বাংলা ভাগ, এতো বঙ্গভঙ্গ দিবস, পাল্টা তৃণমূল। বিধানসভা ভোটে ব্যাপক সাফল্যের পরও আলিপুরদুয়ারে (Alipurduar) বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিচ্ছেন খোদ জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। অনেককেই চাপ দেওয়া হচ্ছে, পাল্টা দিলীপ ঘোষ। ভোট পরবর্তী অশান্তি নিয়ে হাইকোর্টের (CHC) নির্দেশ পুনর্বিবেচনার আর্জি। বৃহত্তর বেঞ্চে আবেদন রাজ্যের, আজ শুনানি। জাতীয় মানবাধিকার কমিশনকে তদন্ত নির্দেশের বিরোধিতা। কেউ রেহাই পাবে না, হুঙ্কার শুভেন্দুর (Suvendu Adhikari)। ফের রাজ্যপালের সঙ্গে রাজভবনে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর। নিজেই ট্যুইট করে জানালেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। একের দেহ অন্যের হাতে, জ্ঞানেশ্বরী প্রতারণায় রহস্য ঘনীভূত। দুর্ঘটনায় নিখোঁজ রেল কন্ট্রাকটার স্বামীর দেহ পাননি, অভিযোগ সালকিয়ার যূথিকা আটার। কার দেহ দেখিয়ে ক্ষতিপূরণ-চাকরি পেল চৌধুরী পরিবার? ডিএনএ পরীক্ষার ফল নিয়ে প্রশ্ন তুললেন যুথিকা আটা। বাংলায় করোনা সংক্রমণ নিম্নমুখী হলেও এখনও বেশ কিছু এলাকা নিয়ে চিন্তায় প্রশাসন। সংক্রমণে লাগাত টানতে সেইসব এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে। ১৬ জেলায় তৈরি হয়েছে ২৫১টি জোন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram