India Covid Update: ১০০ দিন পর দেশে দৈনিক আক্রান্ত ৪০ হাজারের নিচে, হাজারের নিচে দৈনিক মৃত্যু
১০০ দিন পেরিয়ে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ৪০ হাজারের নিচে। আরও কমল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৯০৭ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৫৬৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭। অ্যাক্টিভ কেস ৫ লক্ষ ৫২ হাজার ৬৫৯। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৩ লক্ষ ৬৬ হাজার ৬০১ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৫৬ হাজার ৯৯৪।
১ জুলাই থেকে ৫০% যাত্রী নিয়ে চলবে সরকারি, বেসরকারি বাস (Bus), অটো (Auto), টোটো। আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন(Local Train), মেট্রো (Metro)। জরুরি প্রয়োজন ছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরোনোয় থাকছে কড়াকড়ি। করোনা (Corona) বিধি মেনে বৃহস্পতিবার থেকে দিনে সাত ঘণ্টার জন্য খুলছে সেলুন, পার্লার। জিম খোলা আট ঘণ্টা। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে বাজার। ১১ থেকে ৯ ঘণ্টা বাকি দোকান খোলায় অনুমতি।
বাস চালানো নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghohs) বলেন, "বাসের প্যাসেঞ্জার কোথা থেকে আসবে, যদি ট্রেন না চলে বা মেট্রো না চলে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উপনির্বাচন চাইছেন। অথচ ট্রেন চলছে না। নিজের স্বার্থেই সব সিদ্ধান্ত নিচ্ছেন। সাধারণ মানুষের জীবন পদ্ধতিতে আয়ের উপায় কমে যাচ্ছে। সেই জন্য লোকাল ট্রেন যতক্ষণ না চলবে ততক্ষণ জীবন স্বাভাবিক হবে না। বাস চললে ট্রেনও চালাতে হবে।"