Jammu: জম্মুতে ফের ড্রোন আতঙ্ক, গুলি চালানোর পর সেটি পাক সীমান্তের দিকে গমন

Continues below advertisement

জম্মুর (Jammu) আকাশে ফের ড্রোন-আতঙ্ক (Drone)। গতকাল রাতে আরনিয়া সেক্টরে আন্তর্জাতিক সীমানার কাছে আকাশে চলন্ত আলোকোজ্জ্বল বস্তু দেখতে পান বিএসএফ (BSF) জওয়ানরা। গুলি চালানোর পর সেটি পাক সীমান্তের দিকে চলে যায়। অন্যদিকে, পুলওয়ামায় (Pulwama) সেনা-জঙ্গি সংঘর্ষ। নিহত দুই জঙ্গি (Militant)। কুলগামে (Kulgam) রেললাইনের ধার থেকে উদ্ধার হয়েছে ২০ কেজি আইইডি (IED)।

প্রতারণায় অভিযুক্ত (Fake CBI Officer) শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে (Subhadeep Banerjee) সঙ্গে নিয়ে রাতে তল্লাশি জগাছা থানার পুলিশের। জোড়াবাগান থানা এলাকা থেকে বাজেয়াপ্ত নীল বাতি লাগানো গাড়ি। পুলিশের দাবি, এই গাড়ি চড়েই ঘুরতেন শুভদীপ। গাড়ির মালিক রমেশ কায়স্থই ছিলেন চালক। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে রমেশ দাবি করেন, তাঁকে সিবিআই অফিসার হিসেবে অথরাইজড লেটার দেখান শুভদীপ। আস্থা অর্জন করায় শুভদীপকে গাড়ি ব্যবহারের অনুমতি দেন বলে পুলিশের কাছে দাবি করেন রমেশ। খবর সূত্রের। ওই গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে জগাছা থানার পুলিশ।

দিল্লির এক পাঁচতারা হোটেল থেকে ভুয়ো সিবিআই অফিসার শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে হাওড়ার জগাছা থানার পুলিশ। অভিযুক্তকে নিয়ে আসা হয় হাওড়ায়। তাকে হাওড়া আদালতে পেশ করা হয়। পুলিশের পক্ষ থেকে ১২ দিনের হেফাজতের জন্য আবেদন করেন সরকারপক্ষের আইনজীবী। দুই পক্ষের কথা শুনে এবং শুভদীপের বিরুদ্ধে থাকা চাঞ্চল্যকর অভিযোগগুলি বিচার করে বিচারপতি তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে শুভদীপের আইনজীবী বলেন, ‘শুভদীপের স্ত্রী এতো দিন পর কেন অভিযোগ করলেন, এতদিন কেন তার সঙ্গে সংসার করলেন সেই প্রশ্ন করেছি আমরা। ডিভোর্স ফাইল করার পর শুভদীপের স্ত্রী ৯ লক্ষ টাকা নিয়েছেন। লালনের নামে উনি মিথ্যা কথা বলছেন।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram