Lakhimpur Violence: 'চক্রান্ত করেই গাড়ি চাপা দিয়ে খুন', কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর ইস্তফা দাবি করে ট্যুইট রাহুলের| Bangla News

Continues below advertisement

পূর্ব পরিকল্পনা করে লখিমপুরে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যা। বেপরোয়া গাড়িতে দুর্ঘটনা নয়, চক্রান্ত করেই গাড়ি চাপা দিয়ে খুন। লঘু ধারার বদল চেয়ে আদালতে বিশেষ তদন্তকারী দলের আর্জি। বেপরোয়া গাড়ি চালানো-সহ লঘু ধারা বদলে খুনের চেষ্টার ধারা যুক্তের আর্জি। খুন, খুনের চেষ্টা, ষড়যন্ত্র-সহ একাধিক ধারা যুক্ত করার আবেদন। অভিযুক্ত ১৩ জনের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারাও যুক্তের আর্জি। লখিমপুরকাণ্ডে সিজিএমের কাছে আর্জি সুপ্রিম কোর্টের (Supreme Court) নিযুক্ত সিটের। লখিমপুরকাণ্ডে জেল হেফাজতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্র। 'সিটের তদন্তে প্রমাণিত চক্রান্ত করেই কৃষকদের খুন করা হয়েছে।' কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর ইস্তফা দাবি করে রাহুল গাঁধীর (Rahul Gandhi) ট্যুইট।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram