Singur Agitation: 'দুর্বল বাঁধ ভেঙে প্লাবিত কৃষিজমি, চলছে সারের কালোবাজারিও', সিঙ্গুর আন্দোলন প্রসঙ্গে শুভেন্দু| Bangla News

Continues below advertisement

সিঙ্গুরে ধর্না আন্দোলন বিজেপির (BJP)। আজ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "আশা করি এই আন্দোলনের কথা আপনারা গোটা ভারতে ছড়িয়ে দেবেন। এই এলাকায় অতিরিক্ত বর্ষার কারণে এছাড়া খানাকুল, আরামবাগ, পুরশুড়া, গোঘাট, চন্দ্রকোণা, ঘাটাল, পূর্ব বর্ধমানের কাটোয়া মন্তেশ্বর পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ব্যাপক বন্যা হয়েছে। দুর্বল বাঁধগুলি ভেঙে যাওয়ার জন্য, রাজ্য সরকারের ভঙ্গুর সেচ ব্যবস্থার জন্য, যথাযথ কাজ না হওয়ার কারণে নিম্ন এলাকা বারবার করে প্লাবিত হয়েছে। আমন ধান শেষ হয়ে গেছে। রাজ্য সারের কালোবাজারি চলছে। সেই কারণেই আমাদের এই আন্দোলন।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram