Nagaland Firing: নাগাল্যান্ড কাণ্ডে দফায় দফায় মুলতুবি রাজ্যসভা। Bangla News
নাগাল্যান্ড কাণ্ডে (Nagaland Firing) উত্তাল সাংসদ (Parliament)। দফায় দফায় মুলতুবি রাজ্যসভা (Rajya Sabha)। গুলিকাণ্ডে আলোচনার দাবি বিরোধীদের।
এদিকে, নাগাল্যান্ড-গুলিকাণ্ডে সংঘাতে কেন্দ্র ও রাজ্য। আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করল নাগাল্যান্ড পুলিশ। এফআইআরে উল্লেখ, স্থানীয় পুলিশকে না জানিয়ে, তাদের সাহায্য না চেয়েই অভিযান চালানো হয়। সাধারণ নাগরিকদের খুন ও আহত করাই ছিল নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্য। অসম রাইফেলসের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ নাগাল্যান্ড পুলিশের। এদিকে, মন জেলায় জারি হয়েছে কার্ফু। এদিন নিহত গ্রামবাসীদের শেষকৃত্যে যোগ দেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিয়ু। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সেনার তরফে এই ঘটনায় Court of Inquiry-র নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে গুলিকাণ্ডের জেরে আফস্পা বাতিলের দাবি জানিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীও।