Pegasus Controversy: কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিন ইয়েদুরাপ্পা, পেগাসাস বিতর্ক উস্কে মন্তব্য সুব্রহ্মণ্যম স্বামীর
Continues below advertisement
পেগাসাস-বিতর্কে এবার সুব্রহ্মণ্যম স্বামীর নিশানায় বি এস ইয়েদুরাপ্পা। ‘এই অবস্থায় কর্ণাটকের মুখ্যমন্ত্রিত্ব ছাড়া উচিত ইয়েদুরাপ্পার। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিন ইয়েদুরাপ্পা। উনি একজন জননেতা।’ ইয়েদুরাপ্পার উদ্দেশ্যে ট্যুইটে বার্তা বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর। ‘সবারই উচিত দলের নীতি মেনে চলা। এমন কিছু করা উচিত নয় যাতে দল বিড়ম্বনায় পড়ে।’ সুব্রহ্মণ্যম স্বামীকে পাল্টা ট্যুইটে আক্রমণ ইয়েদুরাপ্পার।
কর্ণাটকে জোট সরকার ফেলতে স্পাইওয়্যারের ব্যবহারের অভিযোগ কংগ্রেসের। অপারেশন কমল-এ স্পাইওয়্যার পেগাসাসের ব্যবহারের অভিযোগ কংগ্রেসের। এই অভিযোগের পরেই বিজেপি সাংসদের ট্যুইট ঘিরে জল্পনা।
Continues below advertisement
Tags :
Narendra Modi Subramanian Swamy India News Spyware Pegasus Spyware Pegasus Pegasus Software Iphone Mobile Hacking Pegasus Israel Nso Pegasus Download Pegasus India Pegasus Controversy B. S. Yediyurappa