Rathyatra 2021: কোভিডকালে এবারও পুরীতে জনসমাগমে নিষেধাজ্ঞা

Continues below advertisement

‘রথযাত্রা লোকারণ্য মহা ধূমধাম’ নয়। গত বছরের মতো এবারেও ভক্তশূন্যই থাকছে পুরীর (Puri) রথযাত্রা। করোনা (Coorna) আবহে জারি থাকছে বেশ কিছু বিধিনিষেধ। ১২ জুলাই রথযাত্রায় (Rathyatra) অংশ নেবেন ৩ হাজার সেবায়েত ও ১ হাজার কর্মী। প্রত্যেকের আরটিপিসিআর পরীক্ষার (RTPCR Test) নেগেটিভ রিপোর্ট ও ভ্যাকসিনেশন সার্টিফিকেট (Vaccination Certificate) থাকা বাধ্যতামূলক। ৮ জুলাই থেকে পুরীর চারটি জায়গায় চলছে আরটিপিসিআর পরীক্ষা। রথযাত্রা উপলক্ষে থাকছে নিরাপত্তার কড়াকড়ি।

এদিকে, বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার পর পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যান নির্বাচিত হলেন মুকুল রায় (Mukul Roy)। যদিও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, বিরোধী বিধায়ক হিসেবেই তাঁকে এই পদ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে অনেকে মানস ভুঁইয়ার কথা মনে করিয়ে দিলেও বিজেপির দাবি, মানস ভুঁইয়ার সঙ্গে মুকুল রায়ের তুলনা চলে না।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram