Rahul Gandhi: 'দ্বিতীয় ঢেউয়ে যা ভুল হয়েছে, তার পুনরাবৃত্তি যেন না হয়', কেন্দ্রকে খোঁচা রাহুলের

Continues below advertisement

আজ করোনা (Corona) সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন কংগ্রেস সাংসদ (Congress MP) রাহুল গাঁধী। তিনি বলেন, "ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের (Third Wave) আগে সরকারকে পুরো প্রস্তুত হতে হবে। সরকারকে আগে থেকেই ব্যবস্থা নিতে হত, তা নেওয়া হয়নি। দ্বিতীয় ঢেউয়ে যা ভুল হয়েছে, তার পুনরাবৃত্তি যেন না হয়।" তিনি যোগ করেন, "এই সময় দরিদ্রদের সাহায্য করুক কেন্দ্রীয় সরকার! গরিবদের ঘরে পৌঁছক কেন্দ্রীয় প্রকল্পের টাকা। কোভিড ফান্ড তৈরি করে, মৃতদের পরিবারকে সাহায্য করা হোক।" রাহুল গাঁধী (Rahul Gandhi) বলেন, "তৃতীয় ঢেউ আসার আগে থেকেই অক্সিজেন, হাসপাতালের শয্যা, ওষুধ মজুত রাখতে হবে। শহরের পাশাপাশি গ্রামেও এসবের জোগান রাখতে হবে। করোনা শুধু শারীরিক অসুখ নয়, এটি একটি আর্থ-সামাজিক (Social-Economic Decease) অসুখ। তাই কেন্দ্রের আর্থিক সাহায্য প্রয়োজন। করোনাকে হারাতে আমাদের একমাত্র পথ টিকাকরণ। গতকাল যা হয়েছে, খুব ভালো কাজ হয়েছে। কিন্তু এটি একদিনের অনুষ্ঠান না হয়ে একটি দীর্ঘমেয়াদী ব্যবস্থা হওয়া উচিত।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram