Corona Vaccine: ভারতে রুশ ভ্যাকসিন স্পুটনিক V-এর প্রয়োগ শুরু, খোলা বাজারে মিলনে চলতি মাসেই

Continues below advertisement

ভারতে প্রথম বিদেশী ভ্যাকসিনের প্রয়োগ শুরু। গতকাল হায়দরাবাদে বেশ কয়েকজনকে দেওয়া হয় রাশিয়ার তৈরি ভ্যকসিন স্পুটনিক V। খোলা বাজারে আসতে আরও কিছুটা সময় লাগবে। দাম পড়বে ১০০০ হাজার টাকার কাছাকাছি। করোনা দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। আগাম সতর্কবার্তা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে দেশকে এই ভয়ঙ্কর পরিস্থির মধ্য়ে ঠেলে দেওয়ার অভিযোগে মোদি সরকারের তীব্র সমালোচনায় সরব বিরোধীরা। এই উদ্বেগজনক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীও স্বীকার করে নিলেন এবার করোনা হানা দিচ্ছে গ্রামাঞ্চলেও। অর্থাৎ যেখানে স্বাস্থ্য পরিকাঠামো আরও নড়বড়ে। সেখানেই এবার নজর করোনার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram