Trawler Sinks: বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, অল্পের জন্য রক্ষা ১৩ মৎসজীবীর

Continues below advertisement

সমুদ্রে মাছ ধরতে গিয়ে ফের বঙ্গোপসাগরে ট্রলার ডুবি। অল্পের জন্য মৎসজীবীদের রক্ষা। ১৩ জন মৎসজীবীর সবাই উদ্ধার। এদিন ভোর সাগরদ্বীপ থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল একটি ট্রলার। জম্মু দ্বীপের কাছে চড়ায় ধাক্কা মেরে ডুবতে শুরু করে ট্রলারটি। আশপাশে থাকা ট্রলারের মৎসজীবীরাই ডুবন্ত ট্রলার থেকে সবাইকে উদ্ধার করে। 

রাজ্যে ভোট পরবর্তী অশান্তি (Bengal Post Poll Violence) নিয়ে তদন্তে বাড়ানো হল বিশেষ কমিটির মেয়াদ। ১৩ জুলাই পর্যন্ত বাড়াল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আজ আদালত জানিয়ে দেয়, এখনও পর্যন্ত ভোট পরবর্তী সন্ত্রাসের সব অভিযোগ এফআইআর (FIR) হিসেবে নথিবদ্ধ করতে হবে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কাঁকুড়গাছির নিহত বিজেপি (BJP) কর্মীর দেহের দ্বিতীয় ময়নাতদন্ত করতে হবে। 

অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে হাইকোর্টে মালদা জেলা পরিষদের সভাধিপতি। বিজেপির জেলা সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের ২৩ সদস্যের। তৃণমূলের অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে হাইকোর্টে জেলা পরিষদের সভাধিপতি। অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে হাইকোর্টে মালদা জেলা পরিষদের সভাধিপতি। অনাস্থা প্রস্তাব নিয়ে ৮ জুলাই সভার আগে স্থগিতাদেশ চেয়ে মামলা। দলবদলের পর এই মুহূর্তে মালদা জেলা পরিষদে তৃণমূলের ২৪ জন সদস্য। দলবদলের পর এই মুহূর্তে মালদা জেলা পরিষদে বিজেপির ১১ সদস্য।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram