Uttarakhand: লামাখাগা পাস থেকে উদ্ধার ১১ জনের দেহ, বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৭| Bangla News

Continues below advertisement

লামখাগা পাসে উদ্ধার হল ১১ জনের দেহ। মৃতদের মধ্যে রয়েছেন রাজ্যের ৬ বাসিন্দা। এখনও নিখোঁজ ১জন। বরফ চাপা অবস্থায় ১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। লামখাগা পাস উত্তরাখণ্ডের অন্যতম দুর্গম এলাকা। এই পাস পেরিয়েই যাওয়া যায় হিমাচল প্রদেশের কিন্নরে। পুজোর সময় সেখানেই ট্রেক করতে যায় ১৭ জনের দলটি। তুষারধসের কারণে গত ১৮ অক্টোবর তাঁরা পথ হারান। ২০ অক্টোবর তল্লাশি শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকার্যে নামে ভারতীয় বায়ুসেনাও। এখনও পর্যন্ত ১১ জনের দেহ উদ্ধার হয়েছে। ১৭ হাজার ফুট উচ্চতায় এখনও উদ্ধার কাজ চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা। উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৭।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram