দু’দেশই পরমাণু শক্তিধর, ফলে ঘোষিত যুদ্ধ হবে না, কিন্তু চিন সংঘাত বজায় রাখতে চাইছে, মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ির
Continues below advertisement
যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তৈরি করা এখন চিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। চিন যেভাবে হুমকি দিচ্ছে, সেটা দিনে দিনে অসহনীয় হয়ে উঠেছে। চিন যদি নেপাল, পাকিস্তানকে নিয়ে ভারতের বিরোধিতা করে, হত্যালীলা চালিয়ে যায়, তাহলে যুদ্ধ করতেই হবে। চিন মানবাধিকার লঙ্ঘন করেছে, বেআইনিভাবে আকসাই চিন দখল করে রেখেছে। ভারত সামরিকভাবে এর জবাব দেয়নি। ভারত-চিন দু’দেশই পরমাণু শক্তিধর। ফলে যুদ্ধ হবে না। কিন্তু চিন সংঘাত বজায় রাখতে চাইছে। স্বল্প পরিসরে যুদ্ধ চালিয়ে যাবে চিন। ভারতকে তার মোকাবিলা করতে হবে। মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ির।
Continues below advertisement
Tags :
Iman Kalyan Lahiri India China War Border India China Ladakh Indo-China Conflict India China ABP Live Abp Ananda