World Covid-19 Update: বিশ্বজুড়ে কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ, কমল দৈনিক সুস্থতাও
বিশ্বে Corona-য় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কমেছে daily recovery-র সংখ্যাও। করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ১৩ লক্ষ ৮৬ হাজার ২১২ জনের। আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৮৫ লক্ষ ৩৬ হাজার ৬৫১। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৩৪৬ জনের। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৫ লক্ষ ২২ হাজার ১৬০ জন। তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৭৪ লক্ষ ৬ হাজার ৯০৮ জন। একদিনে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৫১ হাজার ৫৪৬। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৩ লক্ষ ৭৪ হাজার ৭৯৭ জন। আমেরিকা ও ব্রাজিলে করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। আমেরিকায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। সে দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লক্ষ ৫৬ হাজার ৭২৫ জনের । গত ২৪ ঘণ্টায় মৃত ৯২৫ জন। মোট আক্রান্ত ১ কোটি ২২ লক্ষ ১৯ হাজার ৪৪৬। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৯ হাজার ৭৬০। ব্রাজিলেও কমেছে দৈনিক মৃত্যু ও সংক্রমণ। ব্রাজিলে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৮ হাজার ৯৮৯ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত ৩৭৬। মোট আক্রান্ত ৬০ লক্ষ ৫২ হাজার ৭৮৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২ হাজার ৬২২।