হোয়াইট হাউসের মসনদের খুব কাছে বাইডেন, জেনে নিন লেটেস্ট আপডেট
Continues below advertisement
হোয়াইট হাউসের আরও কাছে বাইডেন। নজরে পাঁচ প্রদেশের ভোট গণনা। হাড্ডাহাড্ডি লড়াই চলছে জর্জিয়ায়। ভোট ব্যবধান কম হওয়ায় জর্জিয়ায় ফের গণনা। পেনসিলভেনিয়া, নেভাডায় অনেকটাই এগিয়ে বাইডেন। অ্যারিজোনাতে অনেক পিছিয়ে ট্রাম্প। ট্রাম্প এগিয়ে নর্থ ক্যারোলিনা ও আলাস্কায়। পেনসিলভেনিয়া জিতলেই মসনদে বাইডেন। সেখানে মোট ইলেক্টোরাল ভোট ২০। অ্যারিজোনা ও নেভাডায় মোট ইলেক্টোরাল ভোট ১৭। এখনও পর্যন্ত বাইডেন পেয়েছেন ২৫৩ ইলেক্টোরাল ভোট। ট্রাম্প পেয়েছেন ২১৪ ইলেক্টোরাল ভোট।
Continues below advertisement