Jammu Kashmir Terrorist Attack: জম্মু-কাশ্মীরের ডোডায় ফের সেনা-জঙ্গি গুলির লড়াই, গ্রেনেডের আঘাতে আহত ২ জওয়ান

Continues below advertisement

জম্মু-কাশ্মীরের ডোডায় ফের সেনা-জঙ্গি গুলির লড়াই। ডোডার কস্তিগড়ে ভোর থেকে গুলির লড়াই। জঙ্গিরা সেনাদের দিকে গ্রেনেড ছুড়লে, বিস্ফোরণে ২ সেনা জওয়ান আহত। গত সোমবার ডোডার দেসা জঙ্গলে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে ৫ জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে ছিলেন দার্জিলিঙ নিবাসী ক্যাপ্টেন ব্রিজেশ থাপা। 

সপ্তাহ ঘুরতে না ঘুরতেই, জম্মু-কাশ্মীরের ডোডায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে, মৃত্যু হল এক ক্যাপ্টেন-সহ ৪ জন সেনা জওয়ান ও একজন পুলিশ কর্মীর। নিহত ক্যাপ্টেন ব্রিজেশ থাপার বাড়ি দার্জিলিঙে। ক্য়াপ্টেন ব্রিজেশ থাপার মৃত্যুতে X হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 

জম্মু-কাশ্মীরের ডোডায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই, এক ক্যাপ্টেন-সহ ৫ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। নিহত ক্যাপ্টেন ব্রিজেশ থাপার বাড়ি দার্জিলিঙে। ডোডার দেসা জঙ্গলে জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। জঙ্গি হামলার দায় নিয়েছে কাশ্মীর টাইগার্স। জঙ্গিদের কভার করতে সীমান্তের ওপার থেকে গুলি চলছে বলে দাবি করেছে ভারতীয় সেনা। গত রবিবার কেরন সেক্টরে সেনার গুলিতে নিহত হয় ৩ জঙ্গি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram