করোনা রুখতে 'জনতা কার্ফু', মুম্বই থেকে পৌঁছল স্পেশাল ট্রেন, স্টেশনেই থার্মাল স্ক্রিনিং যাত্রীদের- দেখুন 'ফটাফট'
Continues below advertisement
করোনা রুখতে মোদির ডাকে রবিবার সকাল থেকে চলছে 'জনতা কার্ফু'। যার জেরে কার্যত গৃহবন্দি দেশ। ভাইরাস রুখতে যেখানে আছেন সেখানে থাকুন, আর্জি প্রধানমন্ত্রীর। এদিন সকাল থেকে রাজ্যের সমস্ত দূরপাল্লা ট্রেন বন্ধ। ভিন্ন রাজ্যের বাস পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি বাস চলছে। নোয়াপাড়া-নিউ গড়িয়ার মধ্যে আধ ঘণ্টা অন্তর চলছে মেট্রো। রাস্তায় হলুদ ট্যাক্সি দেখা গেলেও তা সংখ্য়ায় কম। এদিকে মুম্বই থেকে হাওড়ায় পৌঁছল স্পেশাল ট্রেন। নামার পরেই যাত্রীদের দেওয়া হয় হ্যান্ড স্যানিটাইজার। এরপর হয় থার্মাল স্ক্রিনিং। মুম্বই ফেরত সমস্ত যাত্রীকে বিনা ভাড়ায় বাড়িতে পৌঁছনোর ব্যবস্থা করা হয়।
Continues below advertisement
Tags :
Government Buses Train Cancelled Coronavirus In India Janta Curfew Abp Ananda Coronavirus Narendra Modi