Kaliachak Murder Case: 'মার্চে হ্যাকার সন্দেহে আটক হয় আসিফ', কালিয়াচককাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

Continues below advertisement

মার্চ মাসে হ্যাকার সন্ধেহে কালিয়াচক থানার পুলিশ আটক করে আসিফকে। আসিফের গোডাউনের পাশের বাড়িকে তল্লাশি চালায় সাইবার সেল। কিন্তু তল্লাশির সময় সুরঙ্গের খোঁজ পাননি সাইবার সেলের আধিকারিকরা। 

"কাশ্মীরের যে ভয়ঙ্কর অবস্থা, উনি আফগানিস্তান, সিরিয়া বানিয়েছেন। অনেকে মনে করছেন পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন ছাড়া শান্তি ফিরবে না। এরাজ্যের অবস্থা বাংলাদেশের মতো হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ ধীরে ধীরে উগ্রপন্থিদের আস্তানা হয়ে যাচ্ছে। রাজ্য সরকার কিছুই করছেন না।" মন্তব্য দিলীপ ঘোষের (Dilip Ghosh)। 

উত্তরপাড়ার ২০ নম্বর ওয়ার্ডে অজানা জন্তুর আতঙ্ক। লোকালয়ে বাঘের মতো দেখতে অজানা জন্তুকে ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক। বছরখানেক আগে কোন্নগরেও একইরকম দেখতে একটি জন্তুকে বাঘ বলে আতঙ্ক ছড়ায়। পরে ধরা পড়ার পরে দেখা যায়, সেটি একটি বাঘরোল। উত্তরপাড়ায় হিন্দ মোটরে বন্ধ কারখানার একাংশে জঙ্গল, সেখান থেকেই অজানা জন্তুটি লোকালয়ে ঢুকে পড়ে বলে মনে করা হচ্ছে।

এই নিয়ে স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ডের সদস্য জয়দীপ কুণ্ডু বলেন, "ভিডিওটা দেখে আমার যা মনে হচ্ছে তা হল এই প্রাণীটি বাঘরোল বা ফিসিং ক্যাট। ওখানকার বাসিন্দাদের ভয় না পেতে বলব। অযথা আতঙ্কিত হবেন না।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram