Accident Near Fort William: বাস চলাচল শুরুর দিনই দুর্ঘটনা, বাইক আরোহীকে ধাক্কা মেরে ফোর্ট উইলিয়ামের পাঁচিলে মিনিবাসের ধাক্কা
আজ দেড় মাস পর রাস্তায় ফের বাস চলাচলের প্রথম দিনই রেড রোডে (Red Road) ভয়াবহ দুর্ঘটনা। বাইক আরোহীকে ধাক্কা মেরে ফোর্ট উইলিয়মের (Fort William) পাঁচিলে ধাক্কা মিনিবাসের। বাসের নিচে আটকে বাইক-আরোহী। ক্রেন দিয়ে বাস তুলে উদ্ধার করা হয় আটকে পড়া বাইকআরোহীকে। সংজ্ঞাহীনভাবে উদ্ধার করা হয় তাঁকে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই বাইক আরোহীকে। প্রায় ২০ মিনিট বাসের নিচে আটকে ছিলেন ওই ব্যক্তি। বাসের নিচে এখনও আটকে রয়েছে বাইকটি। ভয়াবহ এই দুর্ঘটনায় বাসের মধ্যে থাকা ১২ জন আহত হয়েছেন। মিনিবাসের (Mini Bus) ভিতরে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে আসনগুলি। দুমড়ে মুচড়ে গিয়েছে বাসটিও। বাসটিকে বের করার জেরে পাঁচিল আরও ভেঙে যাচ্ছে। বেরিয়ে এসেছেন সেনাবাহিনীর জওয়ানরা। রয়েছেন স্থানীয়রাও। বাসযাত্রীদের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। প্রত্যক্ষদর্শীদের দাবি, মেটিয়াবুরুজ-হাওড়া রুটের ওই মিনি বাসটি বেপরোয়া গতিতে যাওয়ার সময় ফোর্ট উইলিয়মের গেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইক আরোহীকে ধাক্কা মারে। পরে রেলিং ভেঙে ধাক্কা মারে ফোর্ট উইলিয়মের পাঁচিলে।