Bangla News: গবাদি পশুকে টিকা দিতে গিয়ে সিরিঞ্জ ভেঙে বিপত্তি, ব্রুসেলোসিসে উপসর্গ নিয়ে ট্রপিক্যালে শতাধিক

Continues below advertisement

গবাদি পশুকে ভ্যাকসিন দেওয়ার সময় ইঞ্জেকশনের সূচ ফুটে বিপত্তি। রাজ্যে ব্রুসেলোসিসে (Brucelosis) আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। গতকাল কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে (Kolkata School of Tropical Medicine) প্রায় ১০০ জন এসেছিলেন বিভিন্ন রকম উপসর্গ নিয়ে। তাঁদের মধ্যে ৫ জনকে ভর্তি নেওয়া হয়েছে। নমুনা সংগ্রহ হয়েছে ৩০ জনের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram