Bengal Top Stories: সোমবার থেকে বাড়ছে স্টাফ স্পেশাল মেট্রো

Continues below advertisement

স্পুটনিকের আড়ালে স্টেরয়েড ন্যাডিকোর্টের (Nadicort) ভায়াল? ঠিক কী দেওয়া হয়েছিল? ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে বাজেয়াপ্ত ভায়াল পাঠানো হল নাইসেডে (NICED)। প্রতারণার জালের সন্ধানে দেবাঞ্জনকে নিয়ে কসবার (Kasba) অফিসে ফের তল্লাশি। কে কোথায় বসত দেবাঞ্জনের (Debanjan Deb) কসবার অফিসে? ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে থ্রিডি স্ক্যানার নিয়ে তল্লাশি পুলিশের। বাজেয়াপ্ত রেজিস্টার, ভিজিটর স্লিপ। মিলল পুরসভার (KMC) টেন্ডার থেকে প্রচুর চাকরির নিয়োগপত্র। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দেবাঞ্জনের আরেক সহযোগী গ্রেফতার। পাকড়াও আমহার্স স্ট্রিট সিটি কলেজে ক্যাম্পের আয়োজক। ৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত। আর কোথায় কোথায় ভুয়ো ক্যাম্প? জানতে জেরা। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নন তাও কুলটিতে ভ্যাকসিন দিয়ে বিতর্কে আসানসোলের (Asansol) তৃণমূলের ডেপুটি মেয়র। বিতর্কের মুখে শুধু হাতে সিরিঞ্জ ধরার সাফাই। ঠিক করেননি, বললেন পুরসভার প্রশাসক। স্বাস্থ্যকর্মীদের সামনে কীভাবে ভ্যাকসিন দিলেন? দায়ী ডেপুটি মেয়র, তদন্তের দাবি বিজেপির (BJP)। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ। হাতুড়ে ডাক্তারদেরও স্বীকৃতি দিয়েছে কেন্দ্র, অসুবিধা কোথায়? পাল্টা তৃণমূল (TMC)। খবরের জের, আসানসোলকাণ্ডে তৎপর স্বাস্থ্য দফতর। সিএমওএইচের (CMOH) কাছ থেকে রিপোর্ট তলব। ভ্যাকসিন গ্রহীতার স্বাস্থ্যে নজর রাখার নির্দেশ। বিদায়ী ডেপুটি মেয়রের সঙ্গে এক চিকিৎসক, দুই নার্সকে শো-কজ পুরসভার। সোমবার থেকে আরও বাড়ছে স্টাফ স্পেশাল মেট্রো। ৬২টির বদলে চলবে ৯০টি স্টাফ স্পেশাল। শেষ মেট্রো সন্ধে সাড়ে ৬টার পরিবর্তে ছাড়বে সন্ধে ৭টায়। দক্ষিণেশ্বর, গড়িয়া থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধে ৭টায়। শুভেন্দুর (Suvendu Adhikari) সঙ্গে সলিসিটর জেনারেলের (Solicitor General) বৈঠকের অভিযোগ। তুষার মেহতার (Tushar Mehta) অপসারণের দাবিতে সোমবার রাষ্ট্রপতির কাছে যাচ্ছে তৃণমূল। ভাল আছেন অভিনেতা দিলীপ কুমার ও নাসিরুদ্দিন শাহ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram