Bhowanipore: পানীয় জলে 'বিষক্রিয়া', ভবানীপুরে এবার মৃত্যু এক শিশুর

Continues below advertisement

ভবানীপুর (Bhowanipore) ও আলিপুরে (Alipore) দূষিত জল খেয়ে ডায়ারিয়াতে (Diarrhoea) অসুস্থ অন্তত ৫০ জন। এদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। মৃত্যু হয়েছে ১শিশু সহ মোট ৩জনের। ভবানীপুর ও আলিপুর মহিলা সংশোধনাগারে অসুস্থ বন্দিরা। সতর্কতা জারি করেছে কলকাতা পুরসভা (Kolkata Municipality)। এলাকায় পাঠানো হয়েছে পানীয় জলের গাড়ি। কলের জল ব্যবহার করতে নিষেধ করা হয়েছে বাসিন্দাদের। শুরু হয়েছে এলাকার পুরসভার জলের ট্যাঙ্ক ও নর্দমা সাফাইয়ের কাজ। মৃত শিশুর পরিবার জনিয়েছে, বৃহস্পতিবার থেকে অসুস্থ হয় শিশুটি। শুক্রবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডায়ারিয়ার চিকিৎসা চলছিল। পিজিতে রেফার করা হয়। পরিবার পিজি সহ তিনটি হাসপাতালে যায়, আইসিইউ বেড খালি না থাকায় ভর্তি করা যায়নি। শিশুসদনে মৃত্যু হয় ওই শিশুর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram