Bus Service Resume: শিকেয় ৫০ শতাংশের নিয়ম, রুবির মোড়ে বাসের মধ্যে ঠাসাঠাসি ভিড়
রুবি মোড়ের (Ruby Crossing) বাসস্ট্যান্ডের সামনে ভিড় করেছেন প্রচুর মানুষ। কয়েকটি বেসরকারি বাসের (Private Bus) দেখা মিললেও বাসের ভিতরে পা রাখার জায়গা নেই। ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানোর নিয়ম যে শিকেয় উঠেছে, তা বলাই বাহুল্য। একজন জানান, “এক ঘণ্টার ওপর দাঁড়িয়ে আছি অথচ বাস পাচ্ছি না। ধর্মতলা (Dharmatala) যাওয়ার বাস নেই, নিউটাউন (New Town) যাওয়ার বাস নেই।“
এদিকে, বারাসাতে (Barassat) চাঁপাডালির মোড়ের তিতুমীর কেন্দ্রীয় বাস টার্মিনাসে (Barasat Titumir Bus Terminal) আজ ব্যস্ততার ছবি। বাস ছাড়ছে, তবে তা অন্য সময়ের তুলনায় অনেকটাই কম। বাস ছাড়ছে হাতেগোনা। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে অনেক বাস। বাস পরিচালনার দায়িত্বে থাকা একজন জানান, “এতদিন পর রাস্তায় নামছে বাস। বেশিরভাগ ক্ষেত্রেই বাসের সার্ভিসিং (Servicing) ঠিক অবস্থায় নেই। গাড়ির টায়ারের সমস্যা হচ্ছে। ফলে বাস বেরলেও সংখ্যা অনেকটাই কম।“ এক বাস কর্মচারী বলেন, “আমরা চাই বাস চলুক কারণ এটাই আমাদের রুজিরুটি।“