Bus Service Resumes: গড়িয়া বাসস্ট্যান্ডে শুধুই সরকারি বাস, শিকেয় ৫০ শতাংশের বিধি
করোনা আবহে ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে বহাল রয়েছে বিধিনিষেধ। এর মধ্যে দেড়মাস বন্ধ থাকার পর আজ থেকে ফের রাস্তায় নেমেছে সরকারি-বেসরকারি বাস। রাস্তায় সরকারি বাস কিছু দেখা গেলেও অমিল বেসরকারি বাস। এছাড়াও অটো ও টোটো চলাচলে ছাড় দেওয়া হয়েছে। তবে সব ক্ষেত্রেই ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে গণপরিবহণ।
আজ গড়িয়া বাসস্ট্যান্ডের চিত্রটাও এক। সেখানে শুধুমাত্র সরকারি বাসের দেখা মিলেছে। যদিও বাসের ভিতরে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলার বিধি না মানার অভিযোগ উঠেছে। তবে বাসের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বলেই জানিয়েছেন যাত্রীরা।
আজ বাস চালু হওয়ার পর সংখ্যায় তুলনামূলক বেশি পরিমাণে মানুষকে রাস্তায় দেখা যাচ্ছে। সরকারি বাস রাস্তায় নেমেছে, কিন্তু বেসরকারি বাস প্রায় নেই বললেই চলে। এপ্রসঙ্গে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, “সরকারি বাস যথেষ্ট পরিমাণে নামানো হয়েছে। যেখানে যেখানে দরকার, সব মিলিয়ে মোট ৪০০০ সরকারি বাস নামানো হয়েছে। বেসরকারি বাস সংগঠনগুলিকে আমরা বাস নামানোর কথা বলেছি, দেখি কী হয়। যেখানে যেখানে প্রয়োজন হবে, আমরা বাস সংখ্যা আরও বাড়িয়ে দেব।“