Calcutta Rescue: ঝুপড়িবাসীদের সেবাই ব্রত ! চিনুন, ৩৫ বছর কলকাতা কাটানো ম্যানচেস্টারের বৃদ্ধকে

Continues below advertisement

৩৫ বছর কলকাতায় কাটিয়ে ফিরে গেছেন নিজের দেশে। কিন্তু আজও তাঁর সংস্থা শিক্ষা-স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেয় কলকাতার বহু ঝুপড়িবাসীর কাছে। তাই ম্যানচেস্টারের জ্যাক প্রেগার, শহরে অনেক গরিব মানুষের কাছে অভিভাবক।

জ্যাক প্রেগার আদতে ম্যানচেস্টারের বাসিন্দা হলেও, ঘটনাচক্রে তাঁর জীবনেরও একটা বড় সময় ওতপ্রোতভাবে জুড়ে ছিল এই বাংলা।  ভোটের বাজারে যখন গরিবের উন্নয়নের জন্য প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছে রাজনৈতিক দলগুলি, তখন অনেকেই স্মরণ করছেন ৯১ বছরের এই মানুষটাকে। এবং তাঁর সংস্থা, ক্যালকাটা রেসকিউকে।
পড়াশোনার পাট চোকানোর পর থেকে গরিবদের জন্য কিছু করতে চেয়েছিলেন জ্যাক প্রেগার। সেই ইচ্ছা থেকেই সত্তরের দশকে কলকাতায় পা রেখেছিলেন। 
৬ মাস যুক্ত ছিলেন মিশনারি অফ চ্যারিটির সঙ্গে। তারপরই কলকাতার ঝুপড়িবাসীদের জন্য আলাদাভাবে কাজ করতে শুরু করেন প্রেগার। তৈরি করেন স্বেচ্ছাসেবী সংস্থা, ক্যালকাটা রেসকিউ। দীর্ঘ ৩৫ বছর কাটানোর পর কলকাতা ছেড়ে নিজের দেশে ফিরে গেছেন প্রেগার। কিন্তু আজও একইভাবে কাজ করে যাচ্ছে তাঁর ক্যালকাটা রেসকিউ। শহরের বিভিন্ন ঝুপড়িবাসীদের কাছে আজও স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেয় তারা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram