Canal Filling Controversy: কলকাতায় উধাও আস্ত খাল! ফের প্রকাশ্যে দুর্নীতি

Continues below advertisement

আস্ত একটা খালই (Canal Filling Controversy) চুরি হয়ে গেছে! খাল বুজিয়ে তৈরি হয়েছে সারি সারি দোকান। গতকাল গার্ডেনরিচ, মহেশতলা এলাকায় নিকাশী সমস্যার কারণ খুঁজতে গিয়ে কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্যরা দেখেন, খাল গায়েব হয়ে গেছে।  যে খালের অস্তিত্ব নেই, সেখানে জমা জল ফেলার জন্য ৫টি পাম্প রয়েছে। তার জন্য কর্মীও নিয়োগ করেছে ঠিকাদার সংস্থা। মেটিয়াবুরুজের মুদিয়ালি, মহেশতলা বা গার্ডেনরিচ অঞ্চলে জমা জলের সমস্যা দীর্ঘদিনের। বৃষ্টি হলে জল নামতেই চায় না। সমস্যার উত্‍স খুঁজতে গিয়ে মঙ্গলবার পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্যরা দেখেন, খালই নেই, তো জল পড়বে কোথায়?  সন্তোষপুর পাম্পিং স্টেশন থেকে মনিখালি খাল এবং এই খালেরই সম্প্রসারিত অংশ, এই দুটি জায়গায় জল ফেলা হত। গত কয়েক বছরে সেই সম্প্রসারিত খাল বুজিয়ে তৈরি হয়েছে একের পর এক দোকান।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram