Corona: ৩ বার করোনাকে হারিয়ে এখনও মানুষের সেবায় লড়ে যাচ্ছেন ষাটোর্ধ্ব চিফ মেট্রন প্রতিমা দেশমুখ
Continues below advertisement
বয়স ৬০-এর কোঠা পেরিয়েছে অনেকে আগেই। করোনা ওয়ার্ডে মানুষের সেবা করতে করতে আক্রান্ত হয়েছেন কোভিডে। ৩ দিন অচৈতন্য থাকার পর, ৩ বার পজিটিভ রিপোর্ট আসার পরেও জয় করেছেন করোনাকে। করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেও কাজ করে চলেছেন অকুতোভয় প্রতিমা। হাওড়ার (Howrah) উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতালের চিফ মেট্রন প্রতিমা দেশমুখ। ৩০ জানুয়ারি, ২০২০ – কেরলে (Keral) পাওয়া গেল দেশের প্রথম করোনা (Corona) আক্রান্তের হদিশ। ২২ মার্চ, ২০২০ – মারণ করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশে জনতা কার্ফু। ২৫ মার্চ, ২০২০ – দেশজুড়ে জারি হল ২১ দিনের লকডাউন। করোনার তীব্র আতঙ্ক তখন গোটা দেশে। সেই সময়েও ষাটোর্ধ্ব এই নার্সের সারাদিনের ঠিকানা ছিল করোনা ওয়ার্ড। সল্টলেকের বাড়ি ভুলে হাসপাতালকেই করে তুলেছিলেন বাড়ি ঘর।
Continues below advertisement
Tags :
Covid-19 Kolkata Lockdown Corona ABP Ananda Howrah ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Sanjiban Hospital COVID-19 Corona Inspirational Story