COVID-19 Restriction: কলকাতার একাধিক জায়গায় করোনা বিধিভঙ্গের ছবি, কড়া পুলিশ প্রশাসন
রাজ্যে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ। বিধি উড়িয়ে রাত ১০ টার পরেও রাস্তায় ভিড়। নিয়ন্ত্রণে কড়া পুলিশ-প্রশাসন। শুধু কলকাতাতেই হাজারের কাছে মামলা রুজু।
এদিকে, ভুয়ো আইপিএস অফিসারের বেলঘরিয়ার অফিসে অভিযান পুলিশের। তদন্তকারীদের দাবি, ধৃত রাজর্ষি ভট্টাচার্যের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও গুলি। মিলল আইপিএস লোগো লাগানো ব্লেজার ও খাঁকি উর্দিও।
অন্যদিকে, আজ দিল্লিতে কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, "আমায় চায়ে পে চর্চায় আমন্ত্রণ জানিয়েছিলেন সনিয়া গাঁধী (Sonia Gandhi)। রাহুল গাঁধীও (Rahul Gandhi) সেখানে ছিলেন। আমরা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আমরা পেগাসাস ইস্যু নিয়েও আলোচনা করেছি। এছাড়াও বিরোধী জোট তৈরির ব্যাপারেও আলোচনা হয়েছে। খুব ভালো বৈঠক হয়েছে। ইতিবাচক বৈঠক। আমার মনে হয়, ইতিবাচক ফলও পাব। বিজেপিকে হারাতে সবাইকে এক হতে হবে। আমি একা নই। সবাইকে একসঙ্গে মিলে কাজ করতে হবে। আমি লিডার নই। আমি ক্যাডার। আমি পথের মানুষ (স্ট্রিট কা আদমি)। পেগাসাস নিয়ে কেন বিজেপি কোনও উত্তর দিচ্ছে না? জনগন জানতে চায়। এটা চর্চা চায়ে পে চর্চার বিষয় নয়। এই চর্চা সংসদে হয়।"