COVID: অদম্য ইচ্ছাশক্তির জের, করোনাকে জয় করে বাড়ি ফিরলেন বেহালার বৃদ্ধ দম্পতি

Continues below advertisement

একজনের বয়স ৯৪, আরেক জনের ৭৯। করোনার (Corona) রক্তচক্ষুর কাছে বয়স যে নিতান্তই সংখ্যা, তা প্রমাণ করলেন বেহালার (Behala) বাসিন্দা এই দম্পতি। বিভূতিভূষণ সেনগুপ্ত ও ইলা সেনগুপ্ত, বেহালার শকুন্তলা পার্কের এই বাড়িতেই দম্পতির সংসার। করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন চারদিক বেসামাল, তখন আচমকাই এই বাড়িতে হানা দেয় মারণ ভাইরাস। প্রথম করোনার উপসর্গ বুঝতে পারেন দম্পতির মেয়ে চৈতালি সেনগুপ্ত। জ্বর ও অন্যান্য উপসর্গ থাকায় কোভিড (COVID-19) টেস্ট করান তিনি। সংস্পর্শে আসায়, মা-বাবারও করোনা টেস্ট করান। চৈতালির রিপোর্ট নেগেটিভ এলেও, মা-বাবার করোনা রিপোর্ট পজিটিভ আসে। চিকিত্‍সকদের পরামর্শে আলিপুরের এক বেসরকারি হাসপাতালের স্যাটেলাইট সেন্টারে ভর্তি করা হয় দম্পতিকে। ন’দিনের মাথায় সুস্থ হয়ে বাড়ি ফেরেন ইলা সেনগুপ্ত। আর দু’সপ্তাহ পর, কোভিডকে হারিয়ে, জীবনযুদ্ধে জিতে ফেরেন তাঁর স্বামী, ১০০ ছুঁইছুঁই বিভূতিভূষণ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram