Morning Headlines: দ্বিতীয় মোদি সরকারের প্রথম সম্প্রসারণে ৪ প্রতিমন্ত্রী পেল বাংলা

Continues below advertisement

দ্বিতীয় মোদি সরকারের (Modi Government) প্রথম সম্প্রসারণে পূর্ণমন্ত্রী পেল না বাংলা। প্রতিমন্ত্রী হলেন শান্তনু ঠাকুর (Shantanu Thakur), জন বার্লা (John Barla), নিশীথ প্রামাণিক (Nisith Pramanik), সুভাষ সরকার। বাংলা ভাগ করতে চাওয়া সাংসদকেই পুরস্কার, কটাক্ষ মহুয়ার (Mahua Moitra)। মোদি মন্ত্রিসভায় নতুন মন্ত্রক তৈরি। বিপুল ক্ষমতা দেওয়া হল অমিত শাহকে (Amit Shah)। সব দফতরের সমন্বয়ের দায়িত্ব। অর্থ প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে তথ্য সম্প্রচারে পূর্ণমন্ত্রী অনুরাগ। দায়িত্ব কমল স্মৃতির (Smriti Irani)। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন বাবুল (Babul Supriyo), দেবশ্রী। ইস্তফা দিতে বলা হয়েছে, ট্যুইট আসানসোলের বিজেপি সাংসদের। বাবুল রাজবংশী, মেয়েটাও এখন খারাপ, বিনাশকালে বুদ্ধিনাশ, কটাক্ষ মমতার (Mamata Banerjee)। মোদি মন্ত্রিসভায় ১৫ জন পূর্ণমন্ত্রী, ২৮ জন প্রতিমন্ত্রীর শপথ। সরলেন রবিশঙ্কর, হর্ষবর্ধন, প্রকাশ জাভড়েকর, এলেন সিন্ধিয়া, সর্বানন্দ। পদোন্নতি অনুরাগ, কিষেণ রেড্ডির। একনায়কতন্ত্রের অভিযোগ তুলে সৌমিত্রের (Soumitra Khan) নিশানায় শুভেন্দু। সৌমিত্রের আক্রমণকে গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু (Suvendu Adhikari)। সৌমিত্রের পর শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক রাজীব (Rajib Banerjee)। ২১৩ আসনে জিতে আসা মুখ্যমন্ত্রীকে আক্রমণের বদলে পেট্রোলের দাম কমাতে চেষ্টা করুন বলে কটাক্ষ। রাজ্যে বিদ্যুতের চড়া দাম নিয়েও বলুন, পাল্টা দিলীপ (Dilip Ghosh)। কৃষকবন্ধু থেকে স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড – রাজ্য বাজেটে (State Budget) ঢালাও বরাদ্দ। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি বাসের রোড ট্যাক্স মকুব। ত্রাণ নয়, পরিত্রাণ চায় বাংলা, কটাক্ষ বিজেপির। বিতর্কের মুখে নন্দীগ্রাম মামলায় (Nandigram Case) এজলাস বদল। সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ। বিচারব্যবস্থার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে মমতাকে ৫ লক্ষ টাকা জরিমানা। সুপ্রিম কোর্টে (Supreme Court) যাওয়ার প্রস্তুতি তৃণমূলের। দেবাঞ্জন, সনাতনের ধাঁচেই এবার বিচারক সেজে প্রতারণা। বিহারের বিচারকের ভুয়ো পরিচয় দিয়ে শিলিগুড়ির ব্যবসায়ীর ২ কোটি টাকা গায়েবের অভিযোগ। কিষাণগঞ্জ থেকে গ্রেফতার ২। করোনা (Corona) আবহে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে প্রবেশিকা নয়। নেওয়া যাবে না ভর্তির আবেদনের ফি। ২ আগস্ট থেকে শুরু স্নাতকে ভর্তির প্রক্রিয়া। ১ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তরে ভর্তি শুরু।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram